বাউফলে মাদ্রাসা সহকারিকে বরখাস্ত প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাউফলে মাদ্রাসা সহকারিকে বরখাস্ত প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর বাউফলে মাদ্রাসার এক নারী অফিস সহকারিকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অফিস সহকারি ইশফাত জাহান শিউলি। 
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে শিউলি বলেন, উপজেলার সূর্যমনি ইউনিয়নের রহমত নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারি (করনিক) পদে দীর্ঘদিন সুনামের সহিত চাকরি করে আসছেন।ওই মাদ্রাসার সুপার আতিকুর রহমান ও তার স¦ামী মো: কামরুজ্জামান মিজান সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে ২৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ক্ষুব্ধ হয়ে মনগড়া ভিত্তিহীন অভিযোগ তুলে ১৭ ই জুলাই আমাকে সাময়িকভাবে চাকুরি থেকে বরখাস্ত করেন 
 তিনি বলেন, সাময়িক বরখাস্তের প্রধান কারন হিসেবে উল্লেখ করেছেন চলতি বছরের ১৮ই জানুয়ারি, ১৭ই মার্চ, ১৯ এপ্রিল,১৭ মে মাদ্রাসায় অনুপস্থিত ছিল। যা মিথ্যা ও ভিত্তিহীন। হাজিরা খাতায় ওই দিনগুলোতে আমার উপস্থিতির স্বাক্ষর রয়েছে। তিনি আরো বলেন, কোনো শিক্ষক কর্মচারী বিনা অনুমতি কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার শোকজ কিংবা বেতন কর্তন করার  বিধান থাকলেও তা না করে বরখাস্ত করেছেন। 
 সুপার আতিকুর রহমান  জানান, জমি সংক্রন্ত বিরোধ আছে। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।